বন্দর ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ বন্দর ,জেলাঃ নারায়ণগঞ্জ।
ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট
অর্থ বছরঃ ২০১১-২০১২ ইং
কার্যকারিতার সময়কাল -
০১লা জুলাই ২০১১ হতে ৩০শে জুন ২০১২
আলহাজ্ব আবুল জাহের
চেয়ারম্যান
বন্দর ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ বন্দর,জেলাঃ নারায়ণগঞ্জ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় ইউনিয়নবাসী।
আস্সালামু আলাইকুম ।
মহান আল্লাতায়ালার অশেষ মেহেরবাণীতে ও ইউনিয়ন বাসীর দোয়ায় আমি আজ এখানে এই বাজেট উপস্থাপনের সুযোগ পেয়ে মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি এবং অদ্য আপনাদের সামনে সরাসরি বন্দর ইউনিয়ন পরিষদের ২০১১-২০১২ অর্থ-বৎসরের সংশোধিত বাজেট ও ২০১১-২০১২ অর্থ বৎসরের বাজেট প্রস্তাবনা উপস্থান করছি। প্রস্তাবিত বাজেটের দুইটি অংশ রয়েছে। যথাঃ ০১. প্রাপ্তির বিবরন ০২. ব্যয়ের বিবরন।
প্রাপ্তির বিবরন সমূহঃ
ক)ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়ের উৎসঃ
০১। বসত বাড়ির বাৎসরিক মূল্যের উপর কর (হোল্ডিং ট্যাক্স)ঃ
মূলতঃ ইউনিয়ন কর রেট ও ফিসের উপর অধিক গুরুত্ব আরোপ করিয়া বাজেট প্রনয়ন করা হয়ে থাকে। বন্দর ইউনিয়নের অধিকাংশ জনগণই দরিদ্র বিধায় উক্ত খাত সমূহে নূতন কোন কর ধার্য্য করা হয়নি।
অত্র বন্দর ইউনিয়ন পরিষদে এসেসোর ও আদায়কারী না থাকায় বিগত অর্থ বছরে ট্যাক্স আদায় সন্তোষজনক হয়নি। তাছাড়া হালনাগাদ এসেসমেন্ট তালিকা না থাকায় আদায় বাড়ানো সম্ভবপর হয়নি। তাই হালনাগাদ ট্যাক্স এসেসমেন্ট করার লক্ষ্যে চলতি ২০১০-২০১১ অর্থ বছরে এসেসোর নিয়োগের মাধ্যমে হাল নাগাদ এসেসমেন্ট তালিকা প্রণয়ন করা হয়েছে এবং এখাতে ৮৬,৩৪৫/=(ছিয়াশি হাজার তিনশত পঁতাললিশ) টাকার ট্যাক্স আদায় হয়েছে। চলতি ২০১০-২০১১ অর্থ বছরে শতভাগ ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা না গেলেও আগামী ২০১১-২০১২ অর্থ বছরে আদায়কারী নিয়োগ ও জন সচেতনতা বৃদ্ধি করে কাক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে বলে আমি আশাবাদ ব্যাক্ত করছি এবং আগামী ২০১১-২০১২ অর্থ বছরে এ খাতের বকেয় ট্যাক্স ১৩,৬৫৫/=(তের হাজার ছয়শত পঞ্চান্ন) টাকা ও হাল সনের ধার্যকৃত ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা সহ সর্বমোট ১,১৩,৬৫৫/=(এক লক্ষ তের হাজার ছয়শত পঞ্চান্ন) টাকার বাজেট প্রস্তাবনা পেশ করছি।
০২। ব্যবসা ,পেশা ও জীবিকার উপর কর(ট্রেড লাইসেন্স)ঃ
সমগ্র দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ও বৃদ্ধি পাচ্ছে।এরই ধারাবাহিকতায় বন্দর ইউনিয়ন এর দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে। কিন্তু ব্যবসা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে এ খাতের রাজস্ব বৃদ্ধি পাচ্ছে না। জনগণ তাদের বিশেষ প্রয়োজন হলেই লাইসেন্স করতে আসে কিন্তু পরবর্তীতে তারা সেটা আর নবায়ন করে না বা নবায়ন করতে চায় না। তাছাড়া অন্যান্য স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সমূহ (যেমন-সিটি কর্পোরেশন,পৌরসভা)’র মতো ইউনিয়ন পরিষদে মোবাইল কোর্টের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় না বিধায় এ খাতের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। এজন্য বন্দর ইউনিয়নের সকল ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ নজরদারী করলে এ খাতের কাক্ষিত রাজস্ব আদায় সম্ভবপর হবে। তাই আগামী ২০১১-২০১২ অর্থ-বছরে ব্যবসা,পেশা ও জীবিকার উপর কর খাতে ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারনের প্রস্ত্রাব করেছি।
০৩। পরিষদ কর্তৃক ইস্যূকৃত লাইসেন্স ও পারমিট ফিঃ
পরিষদ কর্তৃক ইস্যূকৃত রিকসার ড্রাইভিং লাইসেন্স ফি খাতটি নুতন সংযোজিত। তাছাড়া রিকশার চালকগণ দরিদ্র বিধায় তাহারা লাইসেন্স করিতে ইচ্ছুক হয় না। ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারদেরকেই করতে হবে মর্মে মালিকগণ জানান। ফলে এ খাতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। তবে কতিপয় সংস্কার নীতিমালা অবলম্বনের মাধ্যমে এ খাতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বিধায় প্রস্তাবিত ২০১১-২০১২ অর্থ-বছরের বাজেটে এ খাতে ১৫,০০০/=(পনের হাজার) টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারনের প্রস্তাব করেছি।
০৪। যানবাহনের উপর লাইসেন্স ফিঃ
যানবাহনের উপর লাইসেন্স ফি খাতটির সিংহভাগ আসে রিকসার লাইসেন্স নাবায়ন থেকে। চলতি ২০১০-২০১১ অর্থ-বছর এ খাত হতে ২৪,০০০/=(চবিবশ হাজার ) টাকা রাজস্ব আয় হয়েছে। যেহেতু বন্দর ইউনিয়নের শাহীমসজিদ এলাকাটি বর্তমানে নতুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীন চলে গেছে এবং যেহেতু শাহীমসজিদ এলাকায় কতিপয় বড় বড় রিকশার গ্যারেজ রয়েছে সেহেতু ঐ সব এলাকায় রিকশার লাইসেন্স ইউপি কর্তৃক নবায়ন করা যাবে না। তাই আগামী ২০১১-২০১২ অর্থ-বছরে যানবাহনের উপর লাইসেন্স ফি খাতে ২০,০০০/= (বিশ হাজার ) টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারনের প্রস্তাব করেছি।
০৫। জন্ম নিবন্ধনঃ
সরকারী নীতিমালা অনুযায়ী জন্মের ১৮(আঠার) বছরের উর্দ্ধে কোন ব্যক্তির জন্ম নিবন্ধন করতে ৫০/=(পঞ্চাশ) টাকা ফি গ্রহণের নিয়ম রয়েছে। বন্দর ইউনিয়নের অধিকাংশ জনগণের জন্ম সংক্রান্ত তথ্য ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে। তবে সনদ সরবরাহ করা হয়নি। যেহেতু জন্ম নিবন্ধনের অধিক ব্যবহার সম্পর্কে মানুষ অবগত ছিল না ,সেহেতু এটা সর্ম্পকে তেমন গুরুত্ব দেয়নি। তারা শুধুমাত্র নবজাতক বা সন্তানদের জন্ম নিবন্ধন করত। তবে বর্তমান সময়ে জন্ম নিবন্ধন সনদের ব্যবহার বৃদ্ধি পাওয়ার দরুন জনগণ সচেতন হয়েছে এবং আগ্রহের সহিত পরিবারের সবার জন্ম নিবন্ধন করাচ্ছে। তাই আগামী ২০১১-২০১২ অর্থ -বছরে জন্ম নিবন্ধন খাতে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার )টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারনের প্রস্তাব করেছি।
০৬। গ্রাম আদালতঃ
চলতি ২০১০-২০১১ অর্থ-বছর গ্রাম আদালত ফি আদায় খাত হতে ৫০০/= (পাচঁশত) টাকার রাজস্ব আয় হয়েছে। বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদের সার্বিক আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে। পারিবারিক বিচার -আচার অনেকটা হ্রাস পেয়েছে। তাছাড়া স্থানীয় সমস্যা স্থানীয় ভাবে সমাধান করার লক্ষ্যে ইউনিয়নের অধিন গ্রামসমূহে পাঞ্চায়েত কমিটি পুনঃগঠন ও তাদেরকে (পাঞ্চায়েত কমিটিকে) শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই আশা করা যায় গ্রাম আদালতের কার্যক্রম অন্যান্য বছরগুলোর মতো সাফল্যের সাথে পরিচালিত হলেও মোকদ্দমা কিছুটা হ্রাস পাবে। তাই আগামী ২০১১-২০১২ অর্থ-বছরে গ্রাম আদালত ফি আদায় খাতে ৩০০/=(তিনশত) টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারনের প্রস্তাব করেছি।
০৭। বিবিধ আদায়ঃ
বিবিধ আদায় সিংহভাগ আসে গ্যাস সংযোগ নেওয়ার জন্য কাচাঁ রাস্তা কাটার অনুমতি ফি বাবদ। বর্তমান সময়ে গ্যাস সংকটের দরুন সরকারীভাবে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। তাই চলতি অর্থ বছরে এ খাতে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভবপর হয়নি। তবে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের জন্য গ্যাসের সংকট অনেকটা দূর হয়েছে। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে এ খাতে সম্পূর্ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বিধায় প্রস্তাবটি বাজেটে বিবিধ খাতে ৮,০০০/=(আট হাজার) টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারনের প্রস্তাব করেছি।
খ.) সরকারী সূত্রে অনুদানঃ
০১। উন্নয়ন খাতঃ
(ক) উপজেলা বার্ষিক উন্নয়ন সহায়তা কর্মস~ূচ(এডিপি)ঃ
উপজেলা উন্নয়ন সহায়তা কর্মসূচী (এডিপি)’র আওতায় চলতি অর্থ-বছরে ১০,৩১,৫০৬/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। যার বিপরীতে সরকারী বিধি মোতাবেক খাতওয়ারী অত্র বন্দর ইউনিয়নের জনগুরুত্বপূর্ন ১৪(চৌদ্দ) টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামী অর্থ-বছরে এ খাতে ১২,০০,০০০/=(বার লক্ষ)টাকা বরাদ্দ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বাজেটে প্রস্তাব পেশ করেছি।
(খ) লোকাল গভর্ন্যন্স সার্পোট প্রজেক্ট(এলজিএসপি)ঃ
লোকাল গভর্ন্যন্স সার্পোট প্রজেক্ট(এলজিএসপি) কর্মসূচীর আওতায় ২০০৯-২০১০ অর্থ-বছরে ১০,৪১,৪৬৪/=(দশ লক্ষ একচলিলশ হাজার চারশত চৌষট্টি) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে যা দিয়ে বন্দর ইউনিয়নের ১১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। চলতি অর্থ বছরে ১ম কিস্তিতে ৪,৯২,০৬২/=( চার লক্ষ বিরানববই হাজার বাষট্টি) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে যা দিয়ে ইউনিয়নের ৪টি জনগুরূত্বপূর্ন প্রকল্পের বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়েছে। ২য় কিস্তিতে অনুরূপ বরাদ্দ বা এর অধিক বরাদ্দ পাওয়া যাবে যা দিয়ে ইউনিয়নের ০৭ টি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে লোকাল গভর্ন্যন্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি) কর্মসূচীর আওতায় বন্দর ইউনিয়নে ১৫,০০,০০০/=(পনের লক্ষ)টাকা বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বাজেটে প্রস্তাবনা পেশ করেছি।
(গ) ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা কর্মসূচী (থোক বরাদ্দ)ঃ
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সাহায়তা কর্মসূচী থোক বরাদ্দের আওতায় (দক্ষতা ও কর্মদক্ষতা) চলতি অর্থবছরে ২,৩৩,০২৫/=(দুই লক্ষ তেত্রিশ হাজার পঁচিশ) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। যার বিপরীতে অত্র বন্দর ইউনিয়ন পরিষদের জনগুরুত্বপূর্ন ০৩(তিন) টি প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। বর্তমান সরকার স্থানীয় সরকার কাঠামোর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকার ইউনিয়ন পরিষদ গুলোতে সরাসরি বরাদ্দ(এলজিএসপি,থোক বরাদ্দ,ইত্যাদি) প্রদান করে থাকে । ইউনিয়ন পরিষদকে শক্তিশালী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার এই কার্যক্রম চলমান থাকলে আগামী অর্থ-বছরে এ খাতে ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ পাওয়া যাবে বলে আশা বাদ ব্যক্ত করে বাজেটে প্রস্তাবনা পেশ করেছি।
(ঘ) গ্রমীণ অবকাঠামো সংস্কার/কাজের বিনিময় খাদ্য(কাবিখা)ঃ
গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় চলতি ২০১০-২০১১ অর্থ বছরে বন্দর ইউনিয়নে ৫২.০০ মেঃটন খাদ্যশষ্য বরাদ্দ পাওয়া গিয়াছে যা দিয়ে অত্র ইউনিয়ন পরিষদের জনগুরুত্বপূর্ন ০৪(চার) টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামী ২০১১-২০১২ অর্থ বছরে এ খাতে ৬০.০০ মেঃ টন খাদ্যশষ্য বরাদ্দ পাওয়ার বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
(ঙ) কাজের বিনিময় টাকা(কাবিটা)ঃ
কাজের বিনিময় টাকা কর্মসূচীর আওতায় চলতি ২০১০-২০১১ অর্থ বছরে কোন বরাদ্দ পাওয়া যায়নি। বিগত ২০০৯-২০১০ অর্থ -বছরে ৭,৪১,০০০/=(সাত লক্ষ এক চলিলশ হাজার)টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। তাই আগামী অথ-বছরে কাজের বিনিময় টাকা কর্মসূচীর আওতায় ৪,০০,০০০/=(চার লক্ষ) টাকা বরাদ্দ পাওয়ার বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
(চ) গ্রামীণ অবকাঠামো রক্ষনা-বেক্ষন কর্মসূচীর(টি,আর)ঃ
গ্রামীণ অবকাঠামো রক্ষনা-বেক্ষন কর্মসূচীর(টি,আর) এর আওতায় ২০১০-২০১১ অর্থ বছরে বন্দর ইউনিয়ন পরিষদে ২৮.০০ মেঃটন খাদ্যশষ্য বরাদ্দ পাওয়া গিয়াছে যা দিয়ে সরকারী বিধি মোতাবেক অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন মসজিদ,মাদ্রসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রকল্প গঠন করে তা ব্যয় করা হয়েছে। আগামী ২০১১-২০১২ অর্থ বছরে এ খাতে ৩৫.০০মেঃ টন খাদ্যশষ্য বরাদ্দ পাওয়ার বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
(ছ) অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানঃ
বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের অতীব দরিদ্র জনসাধারনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সরকারে গৃহীত ‘‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’’ কর্মসূচীর আওতায় চলতি ২০১০-২০১১ অর্থ-বছরে ৭,৫৯,৬০০/=(সাত লক্ষ উনষাট হাজার ছয়শত) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে যা দিয়ে ইউনিয়নের ০৫(পাচঁ) টি জনগুরুত্বপূর্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই কার্যক্রম সরকার চলমান রেখেছে বিধায় আগামী ২০১১-২০১২ অর্থ -বছরে এ খাতে ৮,০০,০০০/= (আট লক্ষ) টাকা বরাদ্দের বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
০২। সংস্থাপন
(ক)চেয়ারম্যান/সদস্যগণের ভাতাঃ
২০১০-২০১১ অর্থ বছরে চেয়ারম্যান/সদস্যগণের ভাতা বাবদ সরকারী ভাবে ৮৫,০৫০/= (পঁচাশি হাজর পঞ্চাশ)টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। দীর্ঘদিন মামলাসংক্রান্ত জটিলতার বার্ধ্যজনিত কারনে পরিষদের ০২(দুই) জন মেম্বার মৃত্যুবরন করায় বর্তমান সময়ে পরিষদে ০১(এক)জন চেয়ারম্যান ও ০৭(সাত)জন মেম্বার রয়েছে। আগামী ২৯শে জনু’ ২০১১ বন্দর ইউনিয়ন পরিষদের সাধারন সির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারী নিয়ম অনুযায়ী ০১(এক) জন চেয়ারম্যান,০৩(তিন) জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ০৯(নয়) জন সাধারন ওয়ার্ডের সদস্য নিয়ে পরিষদ গঠিত হবে। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে চেয়ারম্যান/সদস্যগনের ভাতা বাবদ সরকারী বরাদ্দ বৃদ্ধি পাবে বিধায় এই খাতে ১,৫৫,৭০০/=(এক লক্ষ পঁঞ্চান্ন হাজার সাতশত)টাকার বাজেটপ্রস্তাবনা পেশ করেছি।
(খ) কর্মচারীদের বেতন /ভাতাঃ
২০১০-২০১১ অর্থ বছরে কর্মচারীদের বেতন /ভাতা বাবদ সরকারী ভাবে ১,৮৯,৬০০/= (এক লক্ষ উনানববই হাজার ছয়শত) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। বন্দর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পদে ০৪(চার) টি শূন্য রয়েছে। পদগুলো যথাশীঘ্র পূরন করা হবে। তাছাড়া গ্রাম পুলিশদের বেতন ভাতা সরকার বৃদ্ধি করেছে। ২০১০-২০১১ অর্থ বছরে একজন দফাদার সরকারী ভাবে প্রতিমাসে ১,০০০/= ও ইউপি থেকে ৬০০/= সর্বমোট১,৬০০/= টাকা এবং একজন মহললাদার সরকারী ভাবে প্রতিমাসে ৭৫০,ও ইউপি থেকে ৬৫০/= সর্বমোট ১৪০০/= টাকা বেতন পেত। আগামী জুলাই’২০১১ হতে একজন দফাদার সরকারী ভাবে প্রতিমাসে ১,১০০/= ও ইউপি থেকে ৮০০/= সর্বমোট ১,৯০০/= টাকা বেতন পাবেন। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে কর্মচারীদের বেতন/ভাতা বাবদ সরকারী ভাবে ২,৭৮,৬০৩/=(দুই লক্ষ আটাত্তুর হাজার চয়শত তিন) টাকা বরাদ্দ পাওয়ার বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
০৩। অন্যান্যঃ
ক) ভূমি হস্তান্তরকর ১%
চলতি ২০১০-২০১১ অর্থ বছরের সংশোধিত বাজেটে ভূমি হস্তান্তর কর ১% এর আওতায় বন্দর ইউনিয়নে ২৬,৯১,০০০/= (ছাবিবশ লক্ষ একানববই হাজার ) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে যা বন্দর ইউনিয়নের ৩৪(চৌত্রিশ) টি জনগুরুত্বপূর্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রস্তাবিত ২০১১-২০১২ অর্থ বছরের বাজেটে এই খাতে ৩০,০০,০০০/=(ত্রিশ লক্ষ) টাকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
ব্যয়ের বিবরন সমূহঃ
(ক)রাজস্বঃ
সংস্থাপন ব্যয়ঃ
০১)চেয়ারম্যান/সদস্যদের সম্মানী ভাতাঃ
বন্দর উপজেলা বন্দর ইউনিয়ন পরিষদটি ছোট ও অনুন্য এলাকা। এখানে কোন শিল্প প্রতিষ্ঠান, মিল-কারখানা,হাট-বাজার নেই।পরিষদের অন্তর্গত জনগনের হোলডিং টেক্স,কতিপয় রিকশার লাইসেন্স ও ট্রেড লাইসেন্সের উপর নির্ভও করে পরিষদকে চালাতে হয়।তাছারা হালনাগাদ এসেসমেন্ট ও জনসাধারনের টেক্স প্রদানের অনিহার দরুন উলেখিত খাতগুলোরম লখ্যমাত্রা অর্জন হয়না।তাই অর্জিত রাজস্ব দিয়েও পরিষদেও অধীনস্ত কর্মচারী ও পরিষদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়েপড়ে বর্তমান ২০১১-২০১২ অর্থ বছওে পরিষদে এসোসর নিয়োগ করে হালনাগাদ টেক্স এসসমেন্ট করা হয়েছে। জনসচেতনতা বদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাই অর্জিত রাজস্ব দিয়ে পরিষদেস অধীনস্ত কর্মচারী ও পরিষদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা পরবর্তি বছর গুলোতে অধিকতর সহজ হবে অশাব্যাক্ত করছি।
চলতি ২০১১-২০১২ অর্থ বছরে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেও সম্মানী ভাতা বাবদ ৩,৩০,০০০/=(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা ব্যয বরাদ্দ রাখার প্রস্তাব করছি।ব্যয়িত টাকার মধ্যে ১,৫৫,৭০০/=(এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত) টাকা সরকারী সহায়তা বাবদ পওয়া যাবে। অবশিষ্ট (১,৭৪,৩০০/=(এক লক্ষ চুহাত্তুর হাজার তিনশত)টাকা ইউপির নিজস্ব তহবিল হতে প্রদান করা হবে।
০২)কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতাঃ
চলতি ২০১১-২০১২ অর্থ বছরে পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের বেতন/ভাতা বাবদ ৪,২৪,২৬৯/=(চার লক্ষ চবিবশ হাজার দুইশত উনষাট)টাকা ব্যায় বরাদ্দ রাখার প্রস্তাব করছি।ব্যয়িতটাকার মধ্যে ২,৭৮,৬০৩/=(দুই লক্ষ আটাত্তুর হাজার ছয়শত তিন) ) টাকা সরকারী সহায়তা বাবদ পওয়া যাবে।অবশিষ্ট ১,৪৫,৬৬৬/=(এক লক্ষ পয়তালিশ হাজার ছয়শত ছিষট্টি) টাকা ইউপির নিজস্ব তহবিল হতে প্রদান করা হবে।
০৩)ট্রাক্স আদায় (সংস্থাপন ব্যয়)
চলতি ২০১১-২০১২ অর্থ বছরে ট্যাক্স আদায় কমিশন বাবদ ১৭,২৬৯(সতের হাজার দুইশত উনসত্তর)টাকা ব্যয় হয়েছে। আগামী ২০১১-২০১২ অর্থ বছরে ট্যাক্স আদায় কমিশন বাবদ ২২,৭৩১/=(বাইশ হাজার সাতশত একত্রিশ) টাকা ব্যয় নির্ধারনের বাজেট প্রস্তাবনা পেশ করছি।
০৪)আনুষাঙ্গিকঃ
ক)অফিস ব্যাবস্থপনা ব্যয়ঃ
বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন রকম সনদ (নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ,মৃত্যু সনদ,জন্ম সনদাত্যিাদি) এর ব্যবহার ব্যাপক হারে বদ্বি পেয়েছে । কাগজের দাম বৃদ্ধি পাওয়ার ফলে উক্ত সনদ পত্র ছাপানোর ব্যয় পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক বেশী।তাই আগামী অর্থ বছরে অফিস ব্যবস্থাপনা ব্যয় খাতে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ রাখার বাজেট প্রস্তাবনা পেশ করছি।
খ)ষ্টেশনারীঃ
ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্জক্রম পরিচালনার জন্য ষ্টেশনারী সামগ্রীর প্রয়োজন হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্জক্রমের ব্যাপকতা অধিক হারে বৃদ্ধি পেয়েছে । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরন দাম বারার সাথেষ্টেশনারী সামগ্রী (যেমন-কাগজ ,কলম ,বিভিন্ন ধরনের ফাইল,স্টাম্প প্যাড,রেজিষ্টার খাতা,ইত্যাদি)দামও অনেক বৃদ্ধি পেয়েছে।বাস্তবতার আলোকে সকল বিষয় বিবেচনা করে আগামী ২০১১-২০১২ অর্থ বছরে এ খাতে ২০,০০০/=(বিশ হাজার ) টাকা বরাদ্দ রাখার বাজেট প্রস্তাবনা পেশ করছি।
গ) বিবিধঃ
১। চেয়ারম্যানের যাতায়াত ভাতাঃ
বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মপরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। ইউনিয়নের অধীন বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কর্মকান্ড তদারকি,উপজেলা ও জেলা প্রশাসেনর সাথে যোগাযোগ রক্ষা এবং সেখানে অনুষ্টিত সভায় অংশগ্রহণ সহ নানাবিধ কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। চেয়ারম্যানের যাতায়াত খাতে ২০,০০০/= (বিশ হাজার) টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।
০২) সচিবের ভ্রমন ভাতাঃ
বর্তমান সময়ে ইউণিয়ন পরিষদ সুষ্ঠভাবে পরিচালনায় চেয়ারম্যানের পাশাপাশি সচবিকে নানাবিধ গুরুত্বপূর্ন কার্যাবলী সম্পাদন সহ জেলা ,ইপজেলা ও উপজেলার অধীনবিভিন্ন অফিসে নিরিবিচ্ছন্ন যোগাযোগ রাখতে হয় । সচিব ইউনিয়ন পরিষদ তথা জনস্বার্থে এ সকল কাজ সম্পাদন করেন বিধায় আগামী ২০১১-২০১২ অর্থ বছরে সচিবের ভ্রমন ভাতা হিসাবে ২০,০০০/=( বিশ হাজার )টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।
৩। বিদ্যুৎ বিলঃ
একটি ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্র হচ্ছে তার অফিস ভবন। বন্দর ইউনিয়ন পরিষদের মূল ভবনটি ব্যবহাররের অনুপোযুক্ত ছিল। তাছাড়া দীর্ঘদিন ভবনটি পরিত্যাক্ত অবস্থায় থাকায় কারনে এটার অবকাঠামো ও অনেকাংশে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বছর ইউনিয়ন পরিষদের মূল অফিস ভবনটি (যা ভদ্রাসন গ্রামে অবস্থিত) সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। আগামী বছর যত দ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদের মূল অফিস ভবনটি সংস্কার করে সেখানে স্থায়ীভাবে পরিষদ সিফট করা হবে এবং ইউনিয়ন পনিরষদের সকল কার্যাবলী সেখান থেকেই সম্পাদন করা হবে।
ইউনিয়ন পরিষদের মূল অফিস ভবনটিতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ নেই । কিন্তু অফিস পরিচালনায় বিদ্যুৎ থাকা আত্যাবশ্যক । তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে বিদ্যুৎ বিল খাতে ১৫,০০০/= (পনের হাজার) টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।
৪) নৈমত্তিক পরিচ্ছন্নতাঃ
বন্দর ইঊনিয়ন পরিষদে বর্তমানে ০৬(ছয়০ জন গ্রাম পুলিশের মধ্যে ০১(এক) জন মহিলা গ্রাম পুলিম রয়েছে। মহিলা গ্রাম পুলিশ অতন্ত্য নিপুনতার সহিত অফিস কক্ষটি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখে। তাছাড়া নতুন ভাবে আর ০২ (দুই ) জন মহিলা গ্রামপুলিশ নিয়োগ প্রক্রিয়াধীন আছে। আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সামাজিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্ম্পকে বন্দর ইউনিয়ন বাসীকে সচেতন করার লক্ষ্যে ২০১১-২০১২ অর্থ বছরের বাজেটে ১০,০০০/=(দশ হাজার) টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।
৫। অপ্যায়নঃ
বর্তমান সময়ে ইউনিয়ন পরিষদের কার্যাবলী পূর্ববর্তী সময়ের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। নানবিধ কাজে ইউনিয়নের জনগন প্রতিনিয়ত অফিসে আসে।তাছাড়া প্রতি মাসে ইউনিয়ন পরিষদের মাসিক সভা ,স্ট্যান্ডিং কমিটিসমূহের সভাসহ বিভিন্ন অনুষ্ঠিতব্য সভায় অংশগ্রহণকারী সদস্যদের নূন্যতম আপ্যায়নটুকু (চা,বিস্কুট দিয়ে)করতে হয়। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে আপ্যায়ন খাতে ৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।
০৬। সচিব প্রশিক্ষনঃ
ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনায় সচিব গুরুত্বপূন ভূমিকা পালন করে থাকে । যুগপোযোগী অফিস ব্যবস্থা পনা সম্পর্কে সম্যক ধাণা পেতে প্রশিক্ষনের বিকল্প নেই। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে সচিব প্রশিক্ষনখাতে ১০,০০০/= (দশ হাজার) টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।
খ) উন্নয়নঃ
পূর্ত কাজঃ
১। কৃষি প্রকল্পঃ
বাংলাদেশ কৃষি নির্ভর দেশ।শিল্পায়নের এ যুগে এখনও বাংলাদেশের মোট আয়ের সিংহভাগ আসে কৃষি থেকে। কৃষির উপর ভর করেই আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। ন্দর ইউনিয়নের জনগন সম্পূর্ন ভাবে কৃষির উপর নির্ভরশীল নয়। তথাপি একনও বহু পরিবার প্রত্যক্ষভাবে কৃষি-কাজ করে তাদের দিনপাত করেন। সরকার ২০১২ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করতে কৃষির উপর অধির গুরুত্ব দিয়ে নান কর্মসূচী হাতে নিয়েছে।বন্দর ইউনিয়নের কৃষকদের মূল সমস্যা হচ্ছে সেচ ব্যবস্থাপনা । অনেক দিন ধরে সেচ সুবিধার বিশেষ সম্প্রসারণ হয়নি। তাই কৃষকদের সেচ ব্যবস্থাপনা সম্প্রসারণের জন্য আগামী ২০১১-২০১২অর্থবছরে কৃষি খাতে ৮,০০,০০০/=(আট লক্ষ) টাকা বরাদ্দ রাখারপ্রস্তাবনা পেশ করছি।া
০২। স্বাস্থ্য ও পয়ঃ প্রণীল ব্যবস্থাঃ
বন্দর ইউনিয়ন পরিষদকে ইতিপূর্বে শতভাগ স্যানিটেশন এর আওতাভূক্ত ইউনিয়ন হিসাবে সরকারী ভাবে ঘোষনা করা হয়েছে। আমরা বন্দর ইউনিয়নের নোয়াদ্দা(সাবেক ০২নং ওয়ার্ড) গ্রাম নিবাসী মরহুম নুরউদ্দিন আহম্মেদ এর সুযোগ্য সন্তান রিয়াজউদ্দিন -আল-মামুন সাহেবের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ইউনিয়নের ১,৬০৮(এক হাজা ছয়শত আট) টি অতি দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মানের জন্য স্যানিটেশন সামগ্রী (০৪ টি চাক,টি সালাব )বিতরন করেছি। তথাপি যেহেতু স্যানিটেশন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং বন্দর ইউনিয়নের অধিকাংশ জনগনই দরিদ্র সেহেতু ,হতদরিদ্র লোকদের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারে উদ্ধুদ্ধ করণ সহ তাদের বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী প্রদানের জন্য আগামী ২০১১-২০১২ অর্থ বছরে স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ব্যবস্থা খাতে ২,০০,০০০/=(দুই লক্ষ) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৩। রাস্তা নিমার্ণ/মেরামতঃ
একটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন নির্ভর করে তার অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থার উপর। তাই বন্দর ইউনিয়ন যোগাযোগ খাতকে সর্বাধিক গুরূত্ব দিয়ে রাস্তা নির্মান/মেরামত খাতে আগামী ২০১১-২০১২ অর্থ-বছরে ৬৫,০০,০০০/=(পয়ষট্টি লক্ষ) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৪। গৃহ নির্মান/মেরামতঃ
বন্দর ইউনিয়ন পরিষদের সরকারী অফিস ভবনটি দীর্ঘদিনের পুরানো বিধায় তা ব্যবহারের একেবারেই অনুপোযোক্ত হয়ে আছে। কিন্তু ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্র হচ্ছে তার অফিস ভবন । তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে বন্দর ইউনিয়ন পরিষদের সরকারী অফিস ভবন টি সংস্কারের জন্য ৫,০০,০০০/=(পাঁচ লক্ষ) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৫)শিক্ষার উন্নয়নঃ
শিক্ষাই জাতীর মেরুদন্ড ।মেরুদন্ড শক্ত না হলে যেমন মানুষ দাড়াতে পারেনা তেমনি শিক্ষায় অগ্রগতি না হলে জাতি হিসাবে আ্মরাও অগ্রসর হতে পারবোনা। তাছাড়া শিক্ষার অগ্রগতি ছাড়া কোন উন্নয়ন পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভবপর নয়। তাই ‘‘সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এই সেস্নাগানকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি শিশুকে প্রাইমারী স্কুলে পাঠানো নিশ্চিত করতে হবে। শিক্ষার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি সহ শিক্ষার মান উন্নয়ন করতে ২০১১-২০১২ অর্থ বছরে ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ )টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৬। অন্যান্য সামাজিক বনায়ন /বৃক্ষ রোপনঃ
সমগ্র পৃথিবীতে পরিবেশ বিপর্যয় একটি উললেখযোগ্য ঘটনা । সভ্যতার ক্রমপরির্বতনের কেউই বলতে পারেনা । পরিবেশের এই বিপর্যয় ঠেকাতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই । তাই ২০১১-২০১২ অর্থ বছরে সামাজিক বনায়ন/বৃক্ষরোপন খাতে ৩০,০০০/=(ত্রিশ হাজর) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
গ) অন্যান্যঃ
০১) আসবাবপত্র ক্রয়/মেরামতঃ
ইউপি অফিসের আসবাবপত্র বহু ব্যবহারের ফলে বিনষ্ট প্রায়। চলতি অর্থ বছরে কিছু সংস্কার/মেরামত করে কাজ চালিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে বন্দর ইউনিয়ন পরিষদের মূল অফিস ভবনটি সংস্কার করে সেখানে স্থায়ী ভাবে অফিস হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। মূল অফিস ভবনে অস্থায়ী কার্যালয় সিফট করলে সেখানে আসবাবপত্রের প্রয়োজন পড়বে। তাই আগামী অর্থ বছরে এ খাতে ১,০০,০০০/=(এক লক্ষ) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০২। ত্রাণ সামগ্রী পরিবহনঃ
ত্রাণ সামগ্রী পরিবহনের ক্ষেত্রে ইউপি তহবিলের নূন্যতম ব্যয়টুকু নির্বাহ করা হয়। তথাপি শ্রমিক মজুরী ও পরিবহন ভাড়া অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ার দরুন ২০১১-২০১২ অর্থ বছরের বাজেটে ত্রাণ সামগ্রী পরিবহন খাতে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৩) নিরীক্ষা ব্যয়ঃ
ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম মূল্যায়নের জন্য প্রতি বছর সরকারী ভাবে রাজস্ব বোর্ড স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে অডিট টিম ইউনিয়ন পরিষদে অবস্থান করে সকল কাগজ পত্র নিরীক্ষা করে থাকে। অডিট টিম ইউপি তে অবস্থান করাকালীন সময়ে তাদের আপ্যায়নের জন্য নিরীক্ষা ব্যয় খাতে ১০,০০০/=(দশ হাজার) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৪। অন্যান্য (থোক)ঃ
আগামী ২০১১-২০১২ অর্থ বছরে বন্য,মহামারী নিয়ন্ত্রন,দুর্যোগ কালীন সময় মোকাবেলা সহ বিশেষ প্রয়োজনে ব্যয় নির্বাহ করার জন্য বাজেটে থোক বরাদ্দ হিসাবে অন্যান্য খাতে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
০৫) সরকার কর্তৃক দায়মুক্ত বলে ঘোষিত অন্যান্য ব্যয়(জাতীয় দিবসসমূহ উদযাপন)ঃ
সরকারীভাবে নির্দেশনার আলোকে ইউনিয়ন পরিষদকে বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় দিবসসমূহ উদযাপন করতে হয়। তাই আগামী ২০১১-২০১২ অর্থ বছরে সরকার কর্তৃক দায়মুক্ত বলে ঘোষিত অন্যান্য ব্যয়(জাতীয় দিবসসমূহ উদযাপন) খাতে ৮,০০০/=(আট হাজার) টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।
প্রিয় ইউনিয়ন বাসী,
২০১০-২০১১ অর্থবছরে ৪,৬৯৭/= টাকার আগত তহবিল সহ ৮১,২০,০০০/=টাকা আয়,যার বিপরীতে ৮১,১০,০০০/= টাকা ব্যয় নির্ধারণ করে উদ্ধৃত্ত ১০,০০০/=(দশ হাজার ) টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করিলাম।
প্রস্তাবিত ২০১১-২০১২ অর্থ বছরে ৮,২৪২/= টাকার আগত তহবিল সহ সর্বমোট ৯৯,০০,০০০/= টাকা আয়,যার বিপরীতে ৯৭,০০,০০০/= টাকা ব্যয় নিধারণ করে ২,০০,০০০/= টাকার উদ্ধৃত্ত বাজেট প্রস্তাব করছি।
পরিশেষে আজকের এই বাজেট সভায় উপস্থিত আমার বন্দর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে ধন্যবাদ জানিয়ে এবং প্রস্তাবিত বাজেট আমার বন্দর ইউনিয়নের আপামর জনসাধারনের কল্যাণে অগ্রনী ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বাজেট সভার সমাপ্তি ঘোষনা করছি ।
পরম করুনাময় মহান আললাহ তায়ালা আমাদের সকলের সহায় হউন। আমীন।
বন্দর ইউনিয়ন পরিষদ
উপজেলা-বন্দর,জেলা-নারায়ণগঞ্জ
২০১১-২০১২ অর্থ-বছরের বাজেট সারাংশ
আয়ের উৎস |
টাকা |
ব্যয়ের বিবরন |
টাকা |
ক. নিজস্ব উৎস ইউনিয়ন কর ও রেট; ১।বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর ২।বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর বকেয়া কর ৩।ব্যবসা ,পেশা ও জীবিকার উপর কর ৪।পরিষদ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ও পারমিট ফি ৫।হাট-বাজার ইজারা বাবদ প্রাপ্তি ৬।যানবাহনের উপর লাইসেন্স ফি ৭।জন্ম নিবন্ধন ফি আদায় বাবদ ৮।গ্রাম আদালত ৯।বিবিধ খ.সরকারী সূত্রে অনুদান; ১। উন্নয়ন খাতঃ ক)উপজেলা বার্ষিক উন্নয়ন সহায়তা কর্মসূচী(এডিপি) খ)লোকাল গভর্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট(এলজিএসপি) গ)ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা কর্মসূচী(থোক বরাদ্দ) ঘ)কাজের বিনিময় খাদ্য (কাবিখা) ঙ)কাজের বিনিময় টাকা(কাবিটা) চ)টেষ্ট রিলিফ(টি,আর) ছ)অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানঃ ২। সংস্থাপনঃ ক)চেয়ারম্যান/সদস্যদের ভাতা খ)সেক্রেটারী ও কর্মচারীদের বেতন/ভাতাদি ৩। অন্যান্যঃ ক) ভূমি হস্তান্তরকর ১%
|
১,০০,০০০/= ১৩,৬৫৫/= ১,০০,০০০/= ১৫,০০০/= ------------ ২০,০০০/= ৫০,০০০/= ৩০০/= ৮,০০০/=
১২,০০,০০০/= ১৫,০০,০০০/= ২,৫০,০০০/= ১২,৫০,০০০/= ৪,০০,০০০/= ৭,৫০,০০০/= ৮,০০,০০০/=
১,৫৫,৭০০/= ২,৭৮,৬০৩/=
৩০,০০,০০০/= |
ক. রাজস্ব; সংস্থাপন ব্যয়ঃ ১)চেয়ারম্যান/সদস্যদের সম্মানী ভাতা ২)কর্মকর্তা/কর্মচারীদের বেতন ৩)ট্যাক্স আদায়(সংস্থাপন ব্যয়) ৪)আনুষাঙ্গিক ক)অফিস ব্যবস্থাপনা ব্যয় খ)ষ্টেশনারী গ)বিবিধ ১)চেয়ারম্যান যাতায়াত ভাতা ২)সচিবের ভ্রমন ভাতা ৩)বিদ্যু বিল ৪)নৈমিত্তিক পরিচ্ছন্নতা খরচ ৫)আপ্যায়ন খরচ ৬)কম্পিউটার ক্রয় ৭) সচিব প্রশিক্ষন
খ.উন্নয়ন; পূর্ত কাজঃ ১)কৃষি প্রকল্প ২)স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী ব্যবস্থা ৩)রাসত্মা নিমার্ণ/মেরামত ৪)গৃহ নির্মাণ/মেরামত ৫)শিক্ষার উন্নয়ন ৬)সামাজিক বনায়ন/বৃক্ষ রোপন গ.অন্যান্য; ১। আসবাবপত্র ক্রয়/মেরামত ২।ত্রাণ সামগ্রী পরিবহন ৩।নিরীক্ষা ব্যয় ৪। অন্যান্য(থোক) ৫। সরকার কর্তৃক দায়মুক্ত বলে ঘোষিত অন্যান্য ব্যয়(জাতীয় দিবসসমূহউদযাপন) |
৩,৩০,০০০/= ৪,২৪,২৬৯/= ২২,৭৩১/=
৫০,০০০/= ২০,০০০/=
২০,০০০/= ২০,০০০/= ১৫,০০০/= ১০,০০০/= ৩০,০০০/= ---------১০,০০০/=
৮,০০,০০০/= ২,০০,০০০/= ৬৫,০০,০০০/= ৫,০০,০০০/= ৫,০০,০০০/= ৩০,০০০/=
১,০০০,০০/= ৫০,০০০/= ১০,০০০/= ৫০,০০০/= ৮,০০০/= |
মোট= |
৯৮,৯১,৭৫৮/= |
মোট= |
৯৭,০০,০০০/= |
আগত= |
৮,২৪২/= |
উদ্ধৃত্ত= |
২,০০,০০০/= |
সর্বমোট= |
৯৯,০০,০০০/= |
সর্বমোট= |
৯৯,০০,০০০/= |
ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট
বন্দর ইউনিয়ন পরিষদ
উপজেলা-বন্দর জেলা-নারায়ণগঞ্জ
অর্থ-বছরঃ২০১১-২০১২
প্রাপ্তি |
পরবর্তী বৎসরের বাজেট (টাকা) |
চলতি বৎসরের বাজেট/সংশোধিত বাজেট(টাকা) |
পূর্ববতী বৎসরের প্রকৃত (টাকা) |
ক. নিজস্ব উৎস ইউনিয়ন কর ও রেট; ১।বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর ২।বসত বাড়ীর বাৎসরিক মূল্যের উপর বকেয়া কর ৩।ব্যবসা ,পেশা ও জীবিকার উপর কর ৪।পরিষদ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স ও পারমিট ফি ৫।হাট-বাজার ইজারা বাবদ প্রাপ্তি ৬।যানবাহনের উপর লাইসেন্স ফি ৭।জন্ম নিবন্ধন ফি আদায় বাবদ ৮।গ্রাম আদালত ৯।বিবিধ খ.সরকারী সূত্রে অনুদান; ১। উন্নয়ন খাতঃ ক)উপজেলা বার্ষিক উন্নয়ন সহায়তা কর্মসূচী(এডিপি) খ)লোকাল গভর্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট(এলজিএসপি) গ)ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা কর্মসূচী(থোক বরাদ্দ) ঘ)কাজের বিনিময় খাদ্য (কাবিখা) ঙ)কাজের বিনিময় টাকা(কাবিটা) চ)টেষ্ট রিলিফ(টি,আর) ছ)অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানঃ ২। সংস্থাপনঃ ক)চেয়ারম্যান/সদস্যদের ভাতা খ)সেক্রেটারী ও কর্মচারীদের বেতন/ভাতাদি ৩। অন্যান্যঃ ক) ভূমি হস্তান্তরকর ১% |
২০১১-২০১২ |
২০১০-২০১১ |
২০০৯-২০১০ |
১,০০,০০০/= ১৩,৬৫৫/= ১,০০,০০০/= ১৫,০০০/= ------------ ২০,০০০/= ৫০,০০০/= ৩০০/= ৮,০০০/=
১২,০০,০০০/= ১৫,০০,০০০/= ২,৫০,০০০/= ১২,৫০,০০০/= ৪,০০,০০০/= ৭,৫০,০০০/= ৮,০০,০০০/=
১,৫৫,৭০০/= ২,৭৮,৬০৩/=
৩০,০০,০০০/= |
৫০,০০০/= ৩৬,৩৪৫/= ৮০,০০০/= ১২,০০০/= ----------- ২৪,০০০/= ------------- ৫০০/= -----------
১০,৩১,৫০৬/= ১১,৬৯,২২৫/= ২,৩৩,০২৫/= ১১,৩০,০০০/= -------------- ৬,০৯,০০০/= ৭,৫৯,৬০০/=
৯৮,৭০০/= ১,৯০,৪০২/=
২৬,৯১,০০০/=
|
৩৮,০০০/= ১২,০০০/= ৭০,০০০/= ১২,০০০/= ----------- ২৪,০০০/= ----------- ৪০০/= -----------
৭,৪১,০০০/= ১০,৪১,৪৬৪/= ৮৩,৮৮৬/= ২১,৭০,০০০/= ------------ ১৩,৩০,০০০/= ১১,৭৬,০০০/=
৭৫,০০০/= ১,৮৪,০৫৩/=
১০,০২,০০০/= |
|
মোট = |
৯৮,৯১,৭৫৮/= |
৮১,১৫,৩০৩/= |
৭৯,৫৯,৮০৩/= |
আগত= |
৮,২৪২/= |
৪,৬৯৭/= |
৩,১৯৭/= |
সর্বমোট= |
৯৯,০০,০০০/= |
৮১,২০,০০০/= |
৭৯,৬৩,০০০/= |
ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট
বন্দর ইউনিয়ন পরিষদ
উপজেলা-বন্দর জেলা-নারায়ণগঞ্জ
অর্থ-বছরঃ২০১১-২০১২
ব্যয় |
পরবর্তী বৎসরের বাজেট (টাকা) |
চলতি বৎসরের বাজেট/সংশোধিত বাজেট(টাকা) |
পূর্ববতী বৎসরের প্রকৃত (টাকা) |
ক. রাজস্ব; সংস্থাপন ব্যয়ঃ ১)চেয়ারম্যান/সদস্যদের সম্মানী ভাতা ২)কর্মকর্তা/কর্মচারীদের বেতন ৩)ট্যাক্স আদায়(সংস্থাপন ব্যয়) ৪)আনুষাঙ্গিক ক)অফিস ব্যবস্থাপনা ব্যয় খ)ষ্টেশনারী গ)বিবিধ ১)চেয়ারম্যান যাতায়াত ভাতা ২)সচিবের ভ্রমন ভাতা ৩)বিদ্যু বিল ৪)নৈমিত্তিক পরিচ্ছন্নতা খরচ ৫)আপ্যায়ন খরচ ৬)কম্পিউটার ক্রয় ৭) সচিব প্রশিক্ষন
খ.উন্নয়ন; পূর্ত কাজঃ ১)কৃষি প্রকল্প ২)স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী ব্যবস্থা ৩)রাসত্মা নিমার্ণ/মেরামত ৪)গৃহ নির্মাণ/মেরামত ৫)শিক্ষার উন্নয়ন ৬)সামাজিক বনায়ন/বৃক্ষ রোপন গ.অন্যান্য; ১। আসবাবপত্র ক্রয়/মেরামত ২। ত্রাণ সামগ্রী পরিবহন ৩। নিরীক্ষা ব্যয় ৪। অন্যান্য(থোক) ৫। সরকার কর্তৃক দায়মুক্ত বলে ঘোষিত অন্যান্য ব্যয়(জাতীয় দিবসসমূহ উদযাপন) |
২০১১-২০১২ |
২০১০-২০১১ |
২০০৯-২০১০ |
৩,৩০,০০০/= ৪,২৪,২৬৯/= ২২,৭৩১/=
৫০,০০০/= ২০,০০০/=
২০,০০০/= ২০,০০০/= ১৫,০০০/= ১০,০০০/= ৩০,০০০/= ............. ১০,০০০/=
৮,০০,০০০/= ২,০০,০০০/= ৬৫,০০,০০০/= ৫,০০,০০০/= ৫,০০,০০০/= ৩০,০০০/=
১,০০,০০০/= ৫০,০০০/= ১০,০০০/= ৫০,০০০/= ৮,০০০/= |
৯৮,৭০০/= ২,৮৫,৭৮৯/= ১৭,২৬৯/= ২০,০০০/= ১০,০০০/= ........ ২০,০০০/= ....... ৫,০০০/= ২৫,০০০/= ৭০,০০০/= ...........
৪,০০,০০০/= ১,৫০,০০০/= ৬৩,০০,০০০/= .......... ৪,৮০,০০০/= ১৫,০০০/=
৫০,০০০/= ৫০,০০০/= ৫,০০০/= ১,০০,০০০/= ১০,০০০/=
|
৭৫,০০০/= ২,৮৯,৩০৩/= ১০,০০০/= ২০,০০০/= ১০,০০০/= ........ ......... ........... ......... ২০,০০০/= ........... .........
৩,০০,০০০/= ২,০০,০০০/= ৬০,৮৯,০০০/= .............. ৫,০০,০০০/= ১০,০০০/=
১০,০০০/= ৩০,০০০/= ৫,০০০/= ৮০,০০০/= ১০,০০০/= |
|
মোট = |
৯৭,০০,০০০/= |
৮১,১১,৭৫৮/= |
৭৯,৫৮,৩০৩/= |
উদ্ধৃত্ত= |
২,০০,০০০/= |
৮,২৪২/= |
৪,৬৯৭/= |
সর্বমোট= |
৯৯,০০,০০০/= |
৮১,২০,০০০/= |
৭৬,৬৩,০০০/= |