নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্য
জনমিতিক তথ্যঃ-
পদ্ধতিভিত্তিক গ্রহনকারীর সংখ্যা ও হার ঃ
পদ্ধতি | গ্রহনকারীর সংখ্যা | হার |
খাবার বড়ি | ২৩৩৮০ | ৩৯.০৭% |
কনডম | ৬০৭০ | ১০.১৪% |
ইনজেকটেবল্স | ৭৪২৯ | ১২.৪১% |
আই ইউ ডি | ১৫২৩ | ২.৫৪% |
ইমপস্নানন | ১৭১০ | ২.৮৫% |
স্থায়ী পদ্ধতি | ৬৩৯৮ | ১০.৬৯% |
মোট গ্রহনকারী | ৪৬৫১০ | ৭৭.৭২% |
গর্ভবতী | ১৫১৬ | ২.৫৩% |
অগ্রহনকারী | ১১৮১৬ | ১৯.৭৪% |
সর্ব মোট সক্ষম দম্পতি | ৫৯৮৪২ | ১০০% |
পদ্ধতির নাম | সংক্ষিপ্ত বর্ণনা | ব্যবহারকারীর নাম | প্রাপ্তি স্থান |
খাবার বড়ি | মহিলাদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি এবং প্রতিদিন ব্যবহার করতে হয়। ব্যবহারে সফলতা ৯৯%। | সকল বিবাহিত সক্ষম দম্পতি। | উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলার সকল স্যাটেলাইট ক্লিনিক, সকল সরকারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক। |
কনডম | পুরুষের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি এবং প্রতিদিন ব্যবহার করতে হয়। ব্যবহারে সফলতা ৯৭%। প্রতি ডজনে নির্ধারিত মূল্য ১.২০ টাকা | সকল বিবাহিত সক্ষম দম্পতি। | উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলার সকল স্যাটেলাইট ক্লিনিক, সকল সরকারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক। |
ইনজেকটেবল্স | মহিলাদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি এবং ৩ মাস পর পর ব্যবহার করতে হয়। ব্যবহারে সফলতা ৯৯%। | ১ সমত্মান সহ পরবর্তী সকল বিবাহিত সক্ষম দম্পতি। | উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলার সকল স্যাটেলাইট ক্লিনিক, সকল সরকারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক। |
ইমপ্লানন | মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি (৩ বৎসর মেয়াদী)। সেবা গ্রহীতাকে নগদ ১৫০/= এবং পরবর্তী ১মাস + ৬ মাস, +১ বৎসর ফলোআপের সময় ৭০/= যাতায়াত ভাতা দেয়া হয় । ব্যবহারে সফলতা ৯৯%। | নববিবাহিত দম্পতিসহ সকল সক্ষম দম্পতিগণ। | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । |
আই ইউ ডি | মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি (১০ বৎসর মেয়াদী)। ব)। সেবা গ্রহীতাকে নগদ ১৫০/= এবং পরবর্তী ১মাস +৬ মাস, +১ বৎসর ফলোআপের সময় ৮০/= যাতায়াত ভাতা দেয়া হয় ব্যবহারে সফলতা ৯৯.২%। | ১ সমত্মান সহ পরবর্তী সকল বিবাহিত সক্ষম দম্পতি। | উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল পৌর ক্লিনিক,ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত স্যাটেলাইট ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সদর ক্লিনিক) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত এনজিও ক্লিনিক। |
স্থায়ী পদ্ধতি মহিলা বন্ধ্যা করণ | মহিলাদের জন্য একটি স্থায়ী পদ্ধতি। প্রতি সেবা গ্রহীতাকে সেবা প্রদানের সময় নগদ ২০০০ টাকা এবং টি শাড়ী প্রদান করা হয় । ব্যবহারের সফলতা ৯৫.৫%। | দুইটি জীবিত সমত্মানের সক্ষম দম্পতিগণ যার ছোট সন্তানের বয়স ১ বৎসর | উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত নির্ধারিত এনজিও ক্লিনিক এবং সদর পঃপঃ ক্লিনিক। |
স্থায়ী পদ্ধতি পুরুষ বন্ধ্যাকরণ | পুরুষের জন্য একটি ছুরিবিহীন রক্তপাতহীন একটি স্থায়ী পদ্ধতি। সেবা প্রদানের সময় নগদ ২০০০ টাকা এবং একটি লুংগী প্রদান করা হয়।ব্যবহারের সফলতা ৯৯.৮৫%। | দুইটি জীবিত সন্তানের সক্ষম দম্পতিগণ যার ছোট সন্তানের বয়স ১ বৎসর (কমপক্ষে) | উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত নির্ধারিত এনজিও ক্লিনিক এবং সদর পঃপঃ ক্লিনিক। |
ইসিপি (জরুরী জন্মনিয়ন্ত্রন বড়ি) | এটি কোন নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি নয়। ব্যাকআপ সাপোর্ট হিসাবে শুধুমাত্র জরুরী প্রয়োজনে ব্যবহার করা হয়। | মহিলারা ব্যবহার করবেন, সহবাসের ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে । | উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
|
এম আর | মাসিক বন্ধ থাকলে মহিলাদের মাসিক নিয়মিত করে। | মহিলাদের জন্য | উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক। |
মা ও শিশু স্বাস্থ্য সেবা
মা ও শিশু স্বাস্থ্য সেবা/সেবার ধরন | সেবা কেন্দ্র |
গর্ভবতী, গর্ভোত্তর, ডেলিভারী, সিজার, প্রসব পরবর্তী জটিলতা, শিশুর বুকের দুধ পানের উৎসাহ, ০ থেকে ৫ বৎসরের শিশু, আরটিআই, এসটিআই, প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বন্ধ্যাত্ব, সাধারণ রোগী, পুষ্টি, এইডস ইত্যাদি। | ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, .স্যাটেলাইট ক্লিনিক। |
বিভিন্ন সেবাকেন্দ্রের অবকাঠামোগত তথ্য
সেবা কেন্দ্রের নাম | অবস্থান | যে সকল সেবা পাওয়া যায় | দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি |
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সদর ক্লিনিক), | উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্দর,নারায়ণগঞ্জ। | স্থায়ী পদ্ধতি সহ সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, সিজার ডেলিভারী, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | রওশন আরা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা-০১১৯৯০০৪৪৬২
|
কলাগাছিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | শামছুন্নাহার ,পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১৯২৪৫৩৭৬৬৩ শফুরা বেগম ,স্যাকমো ০১৭৫২৮৪৬৮৬৩ |
বন্দর(পদুগড়) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | কুশিয়ারা ভদ্রাসন প্রাইমারি স্কুলের পার্শ্বে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | মো: আহসান উল্লাহ,স্যাকমো ০১৭১৭৩১২১৮৪, |
মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র | নয়াগাওঁ মসজিদের পার্শ্বে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | সৈয়দ আব্দুর রউফ,স্যাকমো ০১৭৩১২০২৯৩৩ মিসেস শাহীনা আক্তার ,পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১৭১৭০৫০৯১১
|
ধামগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | গকুলদাসের বাগ চৌরাস্তার পূর্ব পার্শ্বে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | মো:সুরুজ্জামান খান ,স্যাকমো ০১৯১৩৫৩৫৮৮০,অঞ্জলী রানী মন্ডল, পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১৭১২৯৯৬৭৩৫ |
মদনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র | মদনপুর ছোট সাহেব বাড়ি | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | মাকসুদা আক্তার পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১৮১৬৪০২৮১৯ |
নবীঞ্জ পৌর ক্লিনিক | পৌর ডিসপেনসারী নবীগঞ্জ পোষ্ট অফিসের পার্শ্বে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | রহিমা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১১৯৭১৮৭৩২৭ |
কদমরসুল পৌর ক্লিনিক | কদম রসুল দরগার পিছনে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি।
| গোলেনারা হাসান , পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১৭২৭৭১৫৩০৮ |
বন্দর পৌর ক্লিনিক | বন্দর পৌর ডিসপেনসারীতে। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি।
| দিলরুবা বেগম,পরিবার কল্যাণ পরিদর্শিকা,০১৬৭৬৯২৫৭৩৩ |
সোনাকন্দা পৌর ক্লিনিক | সোনাকান্দা পৌর ডিসপেনসারী, বকুলতলা,মদনগঞ্জ। | সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | রহিমা বেগম,পরিবার কল্যাণ পরিদর্শিকা ০১৯১৪৯০৮৩৮৭ |
|
| সকল পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারী, এমআর সেবা ইত্যাদি। | , পরিবার কল্যাণ পরিদর্শিকা, ০১৭১১-১৫৯৫৪০ |
ইউনিট/ইউনিয়ন সেবা সমূহঃ প্রতিটি ইউনিট/ওয়ার্ডে একজন পরিবার কল্যাণ সহকারী বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে জন্মনিয়ন্ত্রন সামগ্রী সক্ষম দম্পতিদের মাঝে সেবার মাধ্যমে পৌঁছে দেন। তাদের একজন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিদর্শন করে থাকেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডের মাসে একটি করে মোট ৮টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ প্রোভাইডারের মাধ্যমে সকল প্রকার প্রাথমিক সেবা প্রদান করা হয়। |
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল বেসরকারী সংস্থাসমূহের বিবরণঃ
সেবা কেন্দ্রের নাম | অবস্থান | দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি |
সূর্যের হাসি ক্লিনিক ,বন্দর | বন্দর গার্লস স্কুলের পূর্ব পার্শ্বে | ক্লিনিক ম্যানেজার, ০১৭১৫৮৭৭৩৪৭ |
সূর্যের হাসি ক্লিনিক,মদনগঞ্জ | লাইট হাউজ সিনেমা হলের পূর্ব পার্শ্বে । | ক্লিনিক ম্যানেজার, ০১৭১২৮৭৯৪২৪ |
সূর্যের হাসি ক্লিনিক,লক্ষণখোলা | লক্ষণখোলা সোমবাড়িয়া বাজারের উত্তর পার্শ্বে। | ক্লিনিক ম্যানেজার, ০১৭১৫৭৩৩৮২৯ |
শ্রম কল্যান সংস্থা | বন্দর রাজবাড়িতে। |
|
ক্রমিক নং | পদবী | নাম | মোবাইল নম্বর |
১. | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা | এ কে এম মজিবুর রহমান সিদ্দিকী | ০১৯১১৭২১৬০১ |
২. | মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) | ডাঃ মো: জাহাঙ্গীর আলম প্রধান |
|
৩. | সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা | মো:মহিউদ্দিন আহমেদ | ০১৯২২২৩৬৮৩৭ |
৪. | সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা(এমসিএইচ-এফপি) ও তথ্য কর্মকর্তা | ---- | ---- |
৫. | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর, নারায়ণগঞ্জ | ----- | ০২৭৬৬১৪৮৮ |
এ কে এম মজিবুর রহমান সিদ্দিকী
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বন্দর, নারায়ণগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস